গুচ্ছ পদ্ধতি বহালের আশ্বাসে ইউজিসির গেট ছাড়লেন ভর্তিচ্ছুরা | বিশ্ববিদ্যালয় নিউজ

গুচ্ছ পদ্ধতি বহালের আশ্বাসে ইউজিসির গেট ছাড়লেন ভর্তিচ্ছুরা

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বারবার আশ্বাস দেয়া হলেও কোনো ফলাফল পাচ্ছেন না তারা। দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

#গুচ্ছ ভর্তি #বিশ্ববিদ্যালয় #ইউজিসি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার আশ্বাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেট থেকে সরেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে তারা মূল গেট অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গুচ্ছ বহাল থাকছে-এমন আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা ইউজিসি ভবনের দুটি গেট থেকে সরে আসেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির অডিটরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভায় অংশ নেন।

এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে দুপুর ১২টা থেকে ইউজিসি ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ‘রেভ্যুলেশন ফর জিএসটি’ ব্যানারে তারা এ কর্মসূচি করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বারবার আশ্বাস দেয়া হলেও কোনো ফলাফল পাচ্ছেন না তারা। দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ভর্তির বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত তারা ইউজিসি ভবনের সামনে অবস্থান করবেন

আন্দোলনরত শিক্ষার্থীরা আরো জানান, এর আগে আমরা আন্দোলন করেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক বর হয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি, আজকে গুচ্ছ নিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ইউজিসিতে বসেছেন। আমাদের একটাই দাবি, যেকোনো মূল্যে ভর্তি সার্কুলার নিয়ে এখান থেকে যাবো।

এর আগে গত ২৬ জানুয়ারি দুপুরে ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুচ্ছ পদ্ধতি বহাল রাখার নির্দেশনা দিয়ে একটি চিঠি দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

#গুচ্ছ ভর্তি #বিশ্ববিদ্যালয় #ইউজিসি