আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে | মাদরাসা নিউজ

আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে

‘চাকরির ক্ষেত্রে আমাদের তেমন কোনো মূল্য দেয়া হয়নি, ফলে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে মাদরাসা শিক্ষাব্যবস্থা থেকে সরে গিয়েছে।’

#আলিয়া মাদরাসা #শিক্ষা #মাদরাসা

বিগত বছরগুলোতে আলিয়া মাদরাসার শিক্ষাব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক।

তিনি বলেছেন, ‘চাকরির ক্ষেত্রে আমাদের তেমন কোনো মূল্য দেয়া হয়নি, ফলে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে মাদরাসা শিক্ষাব্যবস্থা থেকে সরে গিয়েছে।’

শনিবার (৩ মে) পিরোজপুরের তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সভায় পিরোজপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী ও সদরের হল সুপার মোহাম্মদ শওকত আলী।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#আলিয়া মাদরাসা #শিক্ষা #মাদরাসা