বিগত বছরের মতো এবছরও এসএসসি পরীক্ষার ফলে জিপিএ ৫ ও পাসের হারে শীর্ষে স্থানে রয়েছে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়। স্বনামধন্য এ বিদ্যালয় থেকে ২০২৫ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষায় ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১টি জিপিএ-৫সহ মোট ১০০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়ে শতকরা ৯৪ দশমিক ৩৪ শতাংশের কৃতিত্ব অর্জন করেছেন।
বৃহস্পতিবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে কৃতকার্য শিক্ষার্থীরা। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চঞ্চলতা দেখা যায়। বিদ্যালয়ের ধারাবাহিক এ সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিক ভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। একই সঙ্গে উচ্চ শিক্ষার বিভিন্ন স্তরেও এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।