প্রকৃত সফলতার পরিচয় | মতামত নিউজ

প্রকৃত সফলতার পরিচয়

কেবল ইহজাগতিক শান্তির নেশায় দিশেহারা আমরা সবাই। ক্ষণিকের পৃথিবীতে সীমাহীন ভোগ-বিলাস আর নিজ নিজ অবস্থান থেকে স্বীয় কল্পিত লক্ষ্যে পৌঁছতে পারাই যেন সফলতার সংজ্ঞা। যাপিত জীবনে সাফল্যের সন্ধানে ছুটতে ছুটতে আমরা যেন বেমালুম ভুলে গেছি সফলতার প্রকৃত অর্থ কী, প্রকৃত সফল ব্যক্তি কে। ঈমান ও আমলের সঙ্গে যখন কারো এ জগতের সংক্ষিপ্ত সফরের পরিসমাপ্তি ঘটে সে-ই আসলে সার্থক ও প্রকৃত সফল মানুষ।

#ইসলাম #ইসলাম শিক্ষা

পার্থিব জীবনে সফলতা চায় না এমন মানুষ হয়ত কেউ নেই কিংবা অতি নগণ্য। নিজস্ব পরিমণ্ডলে প্রত্যেকে সফলতা চায়। দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে সফল হওয়ার আশায় সবাই ব্যতিব্যস্ত। বহু ত্যাগ ও সাধনার পর কেউ-বা লাভ করে কাঙ্ক্ষিত সফলতা। আবার কারো নিয়তি বরণ করে নেয় শুধুই ব্যর্থতা।

কেবল ইহজাগতিক শান্তির নেশায় দিশেহারা আমরা সবাই। ক্ষণিকের পৃথিবীতে সীমাহীন ভোগ-বিলাস আর নিজ নিজ অবস্থান থেকে স্বীয় কল্পিত লক্ষ্যে পৌঁছতে পারাই যেন সফলতার সংজ্ঞা। যাপিত জীবনে সাফল্যের সন্ধানে ছুটতে ছুটতে আমরা যেন বেমালুম ভুলে গেছি সফলতার প্রকৃত অর্থ কী, প্রকৃত সফল ব্যক্তি কে। ঈমান ও আমলের সঙ্গে যখন কারো এ জগতের সংক্ষিপ্ত সফরের পরিসমাপ্তি ঘটে সে-ই আসলে সার্থক ও প্রকৃত সফল মানুষ।

জীবনের সার্থকতা পুরোটাই নিহিত স্রষ্টার আনুগত্যে। এ সত্যটা যেন আমাদের উপলব্ধির বাইরে। সকল আমিত্ব ও অহমিকার মূলোৎপাটন করে অন্যায় অবিচার ও পাপ-পঙ্কিলতা পরিহার করে আত্মশুদ্ধি অর্জনকারী ব্যক্তি কেবল দুই জাহানে সফলকাম। এর স্বীকৃতি পবিত্র কোরআনে বিবৃত হয়েছে এভাবে: “যে আত্মশুদ্ধি অর্জন করেছে সে অবশ্যই সফল হয়েছে”। (সুরা আ’লা: ১৪) যাবতীয় পাপাচার ও অশ্লীলতা ছেড়ে নিজেকে শুদ্ধ করে নেয়ার মাঝেই রয়েছে বাস্তব সফলতা ও হৃদয়ের প্রশান্তি।

এ ধরার মোহ-মায়ায় মানুষ ভুলে যায় সুনিশ্চিত বস্তবতা ও মৃত্যু পরবর্তী অনন্ত অসীম জীবনের কথা। ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াত পরকালের অন্তহীন জীবনের কাছে নিতান্তই তুচ্ছ ও মেকি। এই চিরসত্য ও শাশ্বত জীবনে যারা অনাবিল শান্তি ও সুখের জান্নাতের অধিকারী হবে তারাই সফল। সার্থক তাদের উভয় জাহান।

মহান আল্লাহ পবিত্র কোরআনে সফল ব্যক্তির পরিচয় এভাবেই তুলে ধরেছেন। ইরশাদ করেন: “অতঃপর যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই প্রকৃত অর্থে সফলকাম।” (সুরা আলে ইমরান: ১৮৫) একজন মুমিন মুসলমানের জন্য এটি হচ্ছে আসল সাফল্য ও চিরকল্যাণের মানদণ্ড। সফলতার এই প্রকৃত স্বাদ পেতে হলে আমাদের সর্বপ্রথম করণীয় হল ইসলামি অনুশাসনের বাস্তবায়ন ও কোরআন-সুন্নাহর অনুসরণ করা।

লেখক: শিক্ষক, জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়া, ঢাকা

#ইসলাম #ইসলাম শিক্ষা