বদলে গেলো আরো ২১ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম | স্কুল নিউজ

বদলে গেলো আরো ২১ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

এ ছাড়াও রাজধানীর বাড্ডার রাসেল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ, চুয়াডাঙ্গা সদরের শেখ রাসেল স্মৃতি স্কুল এন্ড কলেজ।

#কলেজ #শেখ হাসিনা #স্কুল #শেখ মুজিব

আরো ২১ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম দেয়া হয়েছে। এর মধ্যে ১৬টি হাইস্কুল, তিনটি স্কুল অ্যান্ড কলেজ ও ২টি কলেজ রয়েছে।

গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে দেখা গেছে, কক্সবাজারের শেখ হাসিনা জুয়ারিয়ানালা বিদ্যালয় এবং শেখ রাসেল স্কুল, বরিশালের বাবুগঞ্জের শহীদ আব্দুল রব সেরনিয়াবাত মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাকেরগঞ্জের দুধল জয়বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুরের শেখ হাসিনা একাডেমি (বালিকা মাধ্যমিক বিদ্যালয়)।

রংপুরের পীরগঞ্জের শেখ হাসিনা আদর্শ-বালিকা উচ্চ বিদ্যালয়, দেবিগঞ্জের শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনার সাথিয়ার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

জামালপুরের মাদারগঞ্জ গড়পাড়া শেখ ফজলুল হক মণি হাইস্কুল, মাদারগঞ্জের হাট মাগুরা শেখ রেহানা উচ্চ বিদ্যালয়, ঢাকার পল্লবীর শেখ কামাল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জের শেখ জামাল উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সদরের শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি উচ্চ বিদ্যালয়।

টুঙ্গিপাড়ার ত্রিপল্লী শেখ আবুনাসের মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের চিতলমারীর পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়।

এ ছাড়াও রাজধানীর বাড্ডার রাসেল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ, চুয়াডাঙ্গা সদরের শেখ রাসেল স্মৃতি স্কুল এন্ড কলেজ।

কলেজের মধ্যে রয়েছে বরগুনার আমতলীর শেখ হাসিনা মহাবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শেখ হাসিনা কলেজ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#কলেজ #শেখ হাসিনা #স্কুল #শেখ মুজিব