শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি অধ্যাপক ড. এহতেসাম উল হক | বিবিধ নিউজ

শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি অধ্যাপক ড. এহতেসাম উল হক

তিনটি শর্তে ড. এহতেসাম উল হককে মহাপরিচালক করা হয়েছে। এগুলো হলো, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই দায়িত্বের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না।

#শিক্ষক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. এহতেসাম উল হক।

রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

তিনটি শর্তে ড. এহতেসাম উল হককে মহাপরিচালক করা হয়েছে। এগুলো হলো, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই দায়িত্বের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। এই পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে, ড. এহতেসাম উল হক পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যাপক নেহাল আহমেদের চুক্তি বাতিল হয়। পরে রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। বিদায়ী বছরের ডিসেম্বরে চলতি দায়িত্ব পান রেজাউল করিম। চলতি বছরের ২ জানুয়ারি তিনি অবসরে গেলে মহাপরিচালকের পদটি শূন্য হয়।

পরে ২০ জানুয়ারি রুটিন দায়িত্ব পান অধ্যাপক ড. একিউএম শফিউল আজম। এবার এই পদে চলতি দায়িত্ব পেলেন পটুয়াখালী সরকারি কলেজে অধ্যাপক ড. মো. এহতেসাম উল হক।

#শিক্ষক