জাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত

‘আমাদের পূর্বঘোষিত কর্মবিরতির ঘোষণা অনুয়ায়ী এখন পর্যন্ত সবাই কর্মবিরতি পালন করছেন। কিন্তু ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আমরা কর্মবিরতি ঘোষণা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে দুপুরের পর থেকে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবিতে ঘোষিত লাগাতার কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। আসন্ন ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহমান বাবুল।

এ বিষয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহমান বাবুল বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মবিরতির ঘোষণা অনুয়ায়ী এখন পর্যন্ত সবাই কর্মবিরতি পালন করছেন। কিন্তু ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আমরা কর্মবিরতি ঘোষণা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে দুপুরের পর থেকে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

এর আগে গত রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়