একাদশে উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় ফের বাড়লো | কলেজ নিউজ

একাদশে উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় ফের বাড়লো

উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা ১ জুন পর্যন্ত থাকবে

#উপবৃত্তি

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১১শ ও আলিম ১ম বর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সব অনলাইন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদে-এ রূপান্তরের সময় ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা ১ জুন পর্যন্ত থাকবে।

শনিবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক যুগ্মসচিব মো. আসাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত, উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১১শ ও আলিম ১ম বর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণির অনলাইন ব্যাংক (এজেন্ট ব্যাংকিংসহ) এবং ‘নগদ’ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (বিকাশ, রকেট, উপায়, শিওরক্যাশ ও এম ক্যাশ) প্রতিষ্ঠানের সব উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে এইচএসপি-এমআইপি সফটওয়্যারে ‘নগদ’-এ রূপান্তর করার সময় ২২ মে পর্যন্ত নির্ধারিত ছিলো।

সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এইচএসপি- এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত ‘নগদ’ অ্যাকাউন্টসের তথ্যাদি যাচাই বাটনে ক্লিক করে পুরনায় সংরক্ষণ করতে হবে।

উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া উপকারভোগী শিক্ষার্থীদের আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা আগের মতোই আগামী ১ জুন পর্যন্ত রয়েছে।

#উপবৃত্তি