সময় এসেছে শাহবাগীমুক্ত বাংলাদেশ গড়বার: ঢাবি ইনকিলাব মঞ্চ | বিশ্ববিদ্যালয় নিউজ

সময় এসেছে শাহবাগীমুক্ত বাংলাদেশ গড়বার: ঢাবি ইনকিলাব মঞ্চ

আইনকে যদি আমি শ্রদ্ধা না করে তাহলে রাষ্ট্র টিকবে কী করে। আইনকে শ্রদ্ধা না করে যুগলবন্দি কালাম লিখা আর চলবে না। আজকে সময় এসেছে শাহবাগীমুক্ত বাংলাদেশ গড়বার।

#ঢাকা বিশ্ববিদ্যালয়

'আজকে সময় এসেছে শাহবাগীতামুক্ত বাংলাদেশ গড়বার' এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

বুধবার (১২ মার্চ) শাহবাগে গণজাগরণ মঞ্চ নেত্রী লাকি আক্তার ও শাহাবাগীতার বিচার চেয়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আইনকে যদি আমি শ্রদ্ধা না করে তাহলে রাষ্ট্র টিকবে কী করে। আইনকে শ্রদ্ধা না করে যুগলবন্দি কালাম লিখা আর চলবে না। আজকে সময় এসেছে শাহবাগীমুক্ত বাংলাদেশ গড়বার।

তিনি বলেন, অনেক মূল ধরার মিডিয়ায় গতকালের পুরো ভিডিয়োটা দেয়া হয়েছে সেখানে দেখা যায় সর্বপ্রথম এক শাহবাগী পুলিশকে পেছন থেকে লাঠি ছুড়ে মেরেছে ইট পাটকেল ছুড়ে মেরেছে। অথচ পুলিশের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে বলা হয়।

ইনকিলাব মঞ্চ এর ঢাবি শাখার সদস্য ঢাবি ফাতেমা আক্তার ঝুমা বলেন, ধর্ষণের জন্য ইন্টারিম সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং চেষ্টা করেছে ধর্ষকদের গ্রেফতার করার। তারপরও যারা শাহবাগ কায়েম করেছে তারা বিচার না চেয়ে মব কায়েক করেছে। দিনের পর দিন ফ্যাসিবাদ ও আয়নাঘরের লেজিটিমিসি দিয়েছে তারা।

তিনি বলেন, শাহবাগীরা দেশকে অস্থীতিশীল করতে চায়। অনেক মিডিয়া বলেছে পুলিশ লাঠিচার্জ করেছে এরকম ফ্রেমিং কারা করে তা আমরা জানি। শাহবাগকে নাকচ করে দিয়ে ২৪ এসেছে। ২৪ এর বাংলাদেশে শাহবাগের আর ঠাঁই হবে না।

#ঢাকা বিশ্ববিদ্যালয়