বিএসসি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার নয়, গেজেট চান বুয়েট শিক্ষার্থীরা | বিশ্ববিদ্যালয় নিউজ

বিএসসি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার নয়, গেজেট চান বুয়েট শিক্ষার্থীরা

এই স্মরকলিপি রমনা থানার ওসি গ্রহণ করেছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

#বিএসসি #বিশ্ববিদ্যালয় #ইঞ্জিনিয়ার #বুয়েট

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যাতে কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে না পারে, সেজন্য আইন পাস করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে তিন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দিতে গিয়েছিলেন তারা। তবে রমনা থানার ওসি তাদের স্মরকলিপি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহারের বৈষম্য করা হচ্ছে দাবি করে তার চিত্র তুলে ধরেন।

তারা বলেন, ৯ম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও, সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশের পদ সংকুচিত হচ্ছে। এমনকি, নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরেও সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্য পদের ৩৩ শতাংশ উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে ৪০ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত পদোন্নতি দেয়া হচ্ছে, ফলে ৯ম গ্রেডের প্রকৃত এন্ট্রি লেভেল পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে-যা সংবিধানের 'সুযোগের সমতা' নীতির পরিপন্থী।

বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও কেবল কোটার মাধ্যমে অনেক ডিপ্লোমাধারী ব্যক্তি ৯ম গ্রেডের সহকারী প্রকৌশলী (বিসিএস ক্যাডার) পদে পদোন্নতি পাচ্ছেন এবং বিসিএস প্রকৌশল ক্যাডারের সদস্যদের ওপর কর্তৃত্ব স্থাপন করছেন।

এ ছাড়াও শিক্ষার্থীদের তিন দাবি হলো- ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।

টেকনিকাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষার সুযোগ দিতে হবে।

বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

এসব দাবির ব্যাপারে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সুদৃষ্টি ও দ্রুত কার্যকরী পদক্ষেপের আশা করেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান এই বৈষম্যের অবসান ঘটাবে এবং মেধার স্বীকৃতি প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বিএসসি #বিশ্ববিদ্যালয় #ইঞ্জিনিয়ার #বুয়েট