দাপ্তরিক কাজে গতিশীলতা বৃদ্ধিতে ডি-নথির ব্যবহার জরুরি: খুবি উপাচার্য | বিশ্ববিদ্যালয় নিউজ

দাপ্তরিক কাজে গতিশীলতা বৃদ্ধিতে ডি-নথির ব্যবহার জরুরি: খুবি উপাচার্য

দাপ্তরিক কাজে গতিশীলতা বৃদ্ধিতে ডি-নথির ব্যবহার অত্যন্ত জরুরি। এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরীক্ষাদানের মধ্য দিয়ে সবাইকে সনদপত্র দেয়া হচ্ছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, দাপ্তরিক কাজে গতিশীলতা বৃদ্ধিতে ডি-নথির ব্যবহার অত্যন্ত জরুরি। এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরীক্ষাদানের মধ্য দিয়ে সবাইকে সনদপত্র দেয়া হচ্ছে। যারা এ পর্যায়ে প্রশিক্ষণার্থী ছিলেন, সবাই ডি-নথির বিষয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন বলে আমি মনে করি।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, ডি-নথি একটি যুগোপযোগী ব্যবস্থাপনা। উন্নত বিশ্বের দেশগুলোতে সচরাচর এটি ব্যবহৃত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে সবাইকে প্রশিক্ষণের আওতায় এনে শিগগিরই ডি-নথির কার্যক্রম শুরু করা হবে। যারা এ প্রশিক্ষণ নিয়েছেন, তারা তাদের কর্মদক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। তিনি বলেন, প্রশিক্ষণ শুধুমাত্র সনদপত্রের জন্য নয়। প্রশিক্ষণ হতে হবে ফলপ্রসূ।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা ও ডি-নথির চ্যালেঞ্জ তুলে ধরেন আইসিটি সেলের প্রোগ্রামার মো. ফারুক হোসেন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক আসমা বিনতে আলফাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সনদপত্র বিতরণ করেন।