ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির চিঠি প্রত্যাখ্যান করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল।
রোববার (২ ফেব্রুয়ারি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক স্মারকলিপি ঢাবি উপাচার্য বরাবর প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ২০২৪ খ্রিষ্টাব্দের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক সমিতি এখনো নিজেদের বৈধ সমিতি হিসেবে দাবি করে গত ২৫ জানুয়ারি আপনার বরাবরে পাঠানো চিঠির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা শিক্ষক সমিতির নামে দেয়া এই চিঠির বক্তব্য প্রত্যাখ্যান করছি।
আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মর্যাদাহানী এবং ঐতিহ্যকে ভুলণ্ঠনকারী ফ্যাসিস্টের দোসর এই শিক্ষক সমিতির নেতৃত্বের দাবিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে শিক্ষক সমিতির পরিচয় ব্যবহার করা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। এ ছাড়া তাদের গণবিরোধী ভূমিকা এবং গণ-হত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি অব্যাহত সমর্থনের জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, গত ২০২৪-এর জুলাই-আগস্টে পরিচালিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় অভ্যুত্থানবিরোধী অবস্থান এবং স্বৈরশাসকের পক্ষে নির্লজ্জ ভূমিকা পালনের জন্য আগস্ট মাসে সাদা দল সমর্থক শিক্ষকরা বিনা ভোটে নির্বাচিত তৎকালীন শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করে।
চিঠির বিষয়বস্তু উল্লেখ করে বলেন, শিক্ষক সমিতির নামে দেয়া পত্রে ২০০৭ খ্রিষ্টাব্দের যে দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তা দেখিয়ে ফ্যাসিস্টের দোসর এই শিক্ষক সমতিকে বৈধ শিক্ষক সমিতি হিসেবে দাবি করার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের শিক্ষক সমিতি নির্বাচনে নীল দল ছাড়া অন্য কোনো দল ও প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করায় নীল দলের প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।