পাবনার চাটমোহর সরকারি (অনার্স) কলেজের জানালার গ্রিল কেটে আলমারি ও ড্রয়ার ভেঙে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে নৈশপ্রহরী দায়িত্বে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মজিদ জানান, চোর কলেজের অফিস রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে একাধিক আলমারি ও টেবিলের ড্রয়ার খুলে কাগজপত্র তছনছ করেছে। এসময় চোর আলমারি থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরো জানান, ধারনা করা হচ্ছে টাকা চুরি করতেই হয়তো চোর ভেতরে ঢুকেছিলো। কলেজে নাইটগার্ড দায়িত্বে থাকা অবস্থায় এই চুরির ঘটনা ঘটেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন, ‘চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।