ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ।। ছবি : সংগৃহীত
নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ মাদরাসায় শিশুদের যৌন নির্যাতনের যে অভিযোগ তুলেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
ইউনুস আহমদ বলেন, গত বৃহস্পতিবার নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ মাদরাসায় শিশুদের যৌন নির্যাতনের যে অভিযোগ তুলেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দেশের মন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত। দেশের সকল নারী ও শিশুর স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা তার দায়িত্ব। মাদরাসায় কোনো শিশু নির্যাতনের শিকার হলে তার নিরাপত্তা নিশ্চিত করাও তার দায়িত্ব। এমন গুরুতর দায়িত্ব নিয়ে তিনি অভিযোগ করছেন। তার কাজ তো অভিযোগ করা না। ব্যবস্থা নেয়া। তিনি বলেন, সত্য হলো, মাদরাসায় শিশু নির্যাতনের তেমন কোনো ঘটনা ঘটে না। ফলে ব্যবস্থা নেয়ার মতো কিছু নাই। তিনি যে অভিযোগ করেছেন তা হলো মাদরাসা সম্পর্কে জনমনে একধরণের নেতিবাচক ধারণা ছড়িয়ে দেয়ার অপচেষ্টা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, মাদরাসাগুলো জনমানুষ সম্পৃক্ত প্রতিষ্ঠান। এখানে প্রতিদিনই এলাকার সাধারণ মানুষ নামাজ পড়তে আসেন। ফলে মাদরাসায় কোন অঘটন ঘটলে তা চাপা পড়ার কোন সুযোগ নাই। মাদরাসাগুলো চোখের আড়ালে থাকে বলে তার অভিযোগ যথার্থ না। বরং প্রতিটি মাদরাসাই উন্মুক্ত ও সকলের জন্য সমান প্রবেশাধিকার থাকে। আমরা বলতে বাধ্য হচ্ছি শারমিন মুর্শিদ মাদরাসা ও মাদরাসার চরিত্র সম্পর্কে একেবারেই জানেন না।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আমরা আশা করবো, আমাদের উপদেষ্টাবৃন্দ দেশের সকল নাগরিকের প্রতি সমান আচরণ করবেন। তথ্যভিত্তিক কথা বলবেন। কারও দ্বারা প্রভাবিত হয়ে বা কোন উদ্দেশ্য দ্বারা তাড়িত হয়ে কোন মন্তব্য করবেন না। মাদরাসা সম্পর্কে অতীতের ফ্যাসিবাদ যেভাবে নেতিবাচক ধারণা ছড়িয়েছে তার সঙ্গে বর্তমান সরকারের উপদেষ্টা হয়ে তিনি তাল মেলাবেন না। উপদেষ্টা শারমিন মুর্শিদকে তার বক্তব্যের জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।