দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই: ড. এহছানুল হক মিলন | বিশ্ববিদ্যালয় নিউজ

দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই: ড. এহছানুল হক মিলন

‘দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ওপর তরুণদের দক্ষতা প্রয়োজন। কারণ তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।’

#বিশ্ববিদ্যালয় #অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় #এহছানুল হক মিলন #তথ্য-প্রযুক্তি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ওপর তরুণদের দক্ষতা প্রয়োজন। কারণ তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।’

শুক্রবার (৯ মে) অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইনোভেশন ডে’র পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা, প্রকল্প ও দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সমাধানে আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে।’

অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। তিনি শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ভালোভাবে ধারণা দিয়ে বলেন, ‘এ বিষয়ে বারবার ট্রেনিং দিতে হবে। যতো বেশি ডাটা প্রদান করা হবে, এআই ততো ভালো ফলাফল প্রদান করবে।’ দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই: ড. এহছানুল হক মিলনবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) প্রযুক্তিকে সামনের দিনে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নিদের্শনা দেওয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক, দক্ষিণ কোরিয়ার সোল গেটওয়ে কর্পোরেশনের বাংলাদেশ প্রেসিডেন্ট ও সিইও জে কে মুন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক প্রমুখ।

দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই: ড. এহছানুল হক মিলন

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বিশ্ববিদ্যালয় #অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় #এহছানুল হক মিলন #তথ্য-প্রযুক্তি