জনগণকে বোকা বানিয়ে রাখতেই এরা শিক্ষকদের মান উন্নয়নে উদাসীন: অধ্যাপক মামুন | বিশ্ববিদ্যালয় নিউজ

জনগণকে বোকা বানিয়ে রাখতেই এরা শিক্ষকদের মান উন্নয়নে উদাসীন: অধ্যাপক মামুন

অধ্যাপক মামুন বলেন, স্বার্থপর ও মূর্খদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দলগুলো যেখানে নেতৃত্ব দেয়, এমন একটি দেশকে নেতৃত্ব দিও না। তারা তোমাকে টেনে তাদের স্তরে নামাবে এবং অভিজ্ঞতার জোরে তোমাকে পরাজিত করবে।

#কামরুল হাসান মামুন #শিক্ষক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুনঅধ্যাপক ড. কামরুল হাসান মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, আমাদের দেশের রাজনৈতিক নেতাদের প্রত্যেকেই ব্যক্তি ও দলীয় স্বার্থে রাজনীতির কুট কৌশল খেলায় একেকজন ‘একজন বিশেষজ্ঞ প্রধান শিক্ষক!’ যেহেতু জনগণ বোকা তারা এই খেলা সহজেই খেলতে পারে আর জনগণকে বোকা বানিয়ে রাখার জন্যই এরা শিক্ষা, গবেষণা ও শিক্ষকদের মান উন্নয়নে এতটা উদাসীন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, স্বার্থপর ও মূর্খদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দলগুলো যেখানে নেতৃত্ব দেয়, এমন একটি দেশকে নেতৃত্ব দিও না। তারা তোমাকে টেনে তাদের স্তরে নামাবে এবং অভিজ্ঞতার জোরে তোমাকে পরাজিত করবে।

তিনি বলেন, একটি দেশের রাজনীতি যদি কেবল স্বার্থপর ও অযোগ্য লোকদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সেই দেশকে নেতৃত্ব দেওয়া বা পরিবর্তন আনার চেষ্টা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো হতে পারে।

যারা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার বানায়, তাদের সঙ্গে যুক্ত হলে বা তাদের বিরুদ্ধে লড়তে গেলে, তারা কৌশলে তোমাকে তাদের নিচু মানসিকতার স্তরে নামিয়ে আনবে।

অর্থাৎ, তারা তর্ক, দুর্নীতি বা ষড়যন্ত্রের এমন খেলায় নামাবে যেখানে তুমি স্বচ্ছতা বা সততার অস্ত্র দিয়ে জিততে পারবে না।

এই ধরনের লোকেরা সেই দুর্বৃত্তপনা, ষড়যন্ত্র আর মিথ্যাচারে এতটাই অভ্যস্ত—তারা এসব খেলায় অভিজ্ঞ ও প্রশিক্ষিত। তুমি যদি আদর্শ, সততা আর যুক্তিবাদ নিয়ে তাদের মোকাবিলা করতে যাও, তারা তাদের 'অভিজ্ঞতা' দিয়েই তোমাকে পরাজিত করবে।

অধ্যাপক মামুন আরো বলেন, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক নেতৃত্বের অভাবে একটি দেশ শুধুই নেতৃত্বশূন্য নয়, বরং বিপদসংকুলও।

যেখানে রাজনৈতিক দলগুলো মূর্খতা ও স্বার্থপরতায় নিমজ্জিত, সেখানে সত্যনিষ্ঠ নেতৃত্বও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পড়ে—কারণ দুর্বৃত্তদের খেলায় সৎ মানুষরা পরাজিত হয় তাদের কুৎসিত অভিজ্ঞতার কাছে।

অধ্যাপক মামুন বলেন, ড. ইউনূসের উচিত যত দ্রুত সম্ভব পদত্যাগ করে তাদের কুৎসিত খেলার ভিক্টিম বানানোতে সফল হতে না দেয়া।

তারপর দেখেন বাংলাদেশের দুই গ্রামের মনুষদের মধ্যে দেশীয় অস্ত্র যেমন বল্লম, টেঁটা, ফলা নিয়ে মারামারি হয় একই আদিম প্রকৃতির ঝগড়া বিবাদে লিপ্ত হবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো।

আমার মতে আমাদের জনগণও সেই ঝগড়াঝাটি দেখে পৈশাচিক মজা লুটতে অভ্যস্ত ঠিক যেমন রোমান সম্রাজ্যে কলোসিয়াম-এ বিভিন্ন প্রাণির সঙ্গে গ্ল্যাডিয়েটরদের মৃত্যু পর্যন্ত মল্ল যুদ্ধ অথবা গ্লাডিয়েটরদের মধ্যে মৃত্যু পর্যন্ত মল্ল যুদ্ধ দেখে পৈশাচিক আনন্দ পেত।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#কামরুল হাসান মামুন #শিক্ষক