ছবি : সংগৃহীত
কৃষিবিদদের অধিকার রক্ষা ও পেশাগত বৈষম্য দূরীকরণে ৬ দফা দাবি আদায়ে সচিবের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) সকাল ১০টায় কৃষি অনুষদ ছাত্র সমিতির কার্যালয়ের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি কৃষি অনুষদের করিডোর, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কে আর মার্কেট হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে তারা ঘোষণা দিয়েছেন, সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কৃষি অনুষদের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের ৬ দফা দাবির বিষয়ে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় কৃষি সচিবের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকের আগ পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকছি। যদি ফলাফল আমাদের পক্ষে না আসে তাহলে দেশব্যাপী কৃষিবিদ ব্লকেডের কর্মসূচি দেয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে বাকৃবির চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে কৃষিবিদদের প্রতি পেশাগত অবহেলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এবার আমরা আর চুপ থাকব না। আমাদের ৬ দফা দাবি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, ভবিষ্যতের কৃষি ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যও গুরুত্বপূর্ণ। প্রশাসন যদি এ যৌক্তিক দাবিগুলো আমলে না নেয় তাহলে আমরা আন্দোলনের পরিসর আরও বাড়াতে বাধ্য হব।
এর আগে কৃষিবিদদের অধিকার রক্ষায় ও বৈষম্য নিরসনে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে ছয় দফা দাবি পেশ করে বাকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।