উপবৃত্তি দেয়া হবে ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের | মাদরাসা নিউজ

উপবৃত্তি দেয়া হবে ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের

অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অধ্যয়নরত ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে।

#মাদরাসা # ইবতেদায়ি মাদরাসা #উপবৃত্তি #শিক্ষার্থী

ফাইল ছবিফাইল ছবি

এবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব মাদরাসার তথ্য ২৫ মে-এর মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে বলা হয়েছে।

উপবৃত্তি সিস্টেমের লাইভ সার্ভারের নির্ধারিত লিংকে ঢুকে এ তথ্য পাঠাতে হবে।

গতকাল সোমবার (১৯ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অধ্যয়নরত ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে।

এই অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন আইবাস ডাবল প্লাসের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি দেয়া কার্যক্রম চলমান রয়েছে।

এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারের নিম্নলিখিত লিংকে প্রবেশ করে আগামী ২৫ মে বিকাল ৫টার মধ্যে প্রতিষ্ঠানের তথ্য দেয়া করার জন্য নির্দেশ দেয়া হলো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ইউজার আইডি মুঠোফোনে এসএমএস-এর মাধ্যমে পাঠানো হয়েছে, যার ডিফল্ট Abc@1234 এই পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ রাখতে হবে।

পরবর্তীতে উপজেলায় যতগুলো অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মাদরাসা # ইবতেদায়ি মাদরাসা #উপবৃত্তি #শিক্ষার্থী