রাষ্ট্র যারা চালিয়েছে তাদের মাথায় শুধু ব্যবসাটাই ছিলো, শিক্ষাটা ছিলো না: অধ্যাপক মামুন | স্কুল নিউজ

রাষ্ট্র যারা চালিয়েছে তাদের মাথায় শুধু ব্যবসাটাই ছিলো, শিক্ষাটা ছিলো না: অধ্যাপক মামুন

অধ্যাপক মামুন বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্টে ক্লাস নেয়া একটা ক্রাইম। এই পর্যায়ে চক বোর্ডে বা বড়জোর বোর্ড মার্কারে ক্লাস নেয়া যেতে পারে।

#চীন #মাল্টিমিডিয়া ক্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়ায় ক্লাসের প্রজেক্টের নামে স্কুলে কম্পিউটার দিয়েছি কিন্তু শিক্ষক দেইনি। কারণ রাষ্ট্র যারা চালায় তাদের মাথায় কেবল ব্যবসাটাই ছিলো। শিক্ষাটা ছিলো না।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্টে ক্লাস নেয়া একটা ক্রাইম। এই পর্যায়ে চক বোর্ডে বা বড়জোর বোর্ড মার্কারে ক্লাস নেয়া যেতে পারে। মাল্টিমিডিয়ায় পাওয়ার পয়েন্টে ক্লাস কোনোভাবেই নয়। আমরা যদি অর্থনৈতিকভাবে উন্নত হতাম সুবিধাটা থাকলে খুব ভালো কিন্তু সেই সঙ্গে ওগুলো চালানোর মত দক্ষ ও সুখী শিক্ষকও দিতে হবে।

ঢাবির এই অধ্যাপক বলেন, চীনা এই নারী গণিতবিদের নাম ওয়াং হং! ১৯৯০ খ্রিষ্টাব্দের পরে জন্ম তার। এই ৩৫ বছর বয়সেই শতাব্দী প্রাচীন এক জটিল গণিত সমস্যার সমাধান করেছেন যার কারণে ধারণা করা হচ্ছে তিনি গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্ডস মেডাল পাবেন।

আজ থেকে ৩১ বছর আগে আমি প্রথম চীনের জিয়ামেন ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। শহরের নামে ইউনিভার্সিটি। একটি সাদামাটা শহর ও বিশ্ববিদ্যালয়। গত ৩০ বছরে সেই শহর ও বিশ্ববিদ্যালয় শুধু না গোটা চীন বদলে গেছে। সব বদলে গেলেও এরা শ্রেণিকক্ষে চক বোর্ডে লেখা বদলায়নি। বোর্ডের রং কালো থেকে সবুজ করেছে। আর ডাস্ট ফ্রি উন্নতমানের চক বানিয়ে আগের শ্রেণিকক্ষ বদলে ফেলেছে।

আর আমরা কি করলাম? চক বোর্ড বদলে হোয়াইট বোর্ড আর ওয়ান টাইম বোর্ড মার্কার ব্যবহার শুরু করলাম। এইসব চীন থেকে আমদানি করলাম। আবার মাল্টিমিডিয়ায় পাওয়ার পয়েন্টে ক্লাস নেয়া শুরু করলাম। ওয়ান টাইম বোর্ড মার্কার ব্যবহারে খরচও বেশি এবং একই সঙ্গে পরিবেশও নষ্ট করে। আমরা আজ পর্যন্ত ডাস্ট ফ্রি চক বানাতে শিখলাম না। সামান্য একটা জিনিস বানাতে পারলে তুলনামূলক পরিবেশবান্ধব ও কম খরচে উন্নত ক্লাসরুম বানাতে পারতাম।

পোস্টের সঙ্গে একটি ছবি দিয়ে তিনি বলেন, দেখুনতো ক্লাসরুমটা কত সুন্দর? কেনো আমাদের এত বিদেশ প্রীতি? কেনো আমাদের এত ফুটানি প্রীতি? দেশে ডাস্ট ফ্রি চক বানিয়ে নিজস্ব টেকনোলজিতে উন্নত সবুজ রঙের বোর্ড বানালে কত ডলার সাশ্রয় হতো? এবং একই সঙ্গে পরিবেশ রক্ষা পেত। কেউ এইসব নিয়ে ভাবেই না। ব্যবসায়ীরা আমাদের যা গিলাতে চায় আমরা তাই গিলি। দেশপ্রেম না থাকলে দেশ আগাবে না।

#চীন #মাল্টিমিডিয়া ক্লাস