শিক্ষা মন্ত্রণালয়ে তিন নতুন উপসচিব | বিবিধ নিউজ

শিক্ষা মন্ত্রণালয়ে তিন নতুন উপসচিব

শিক্ষা মন্ত্রণালয়ে তিন নতুন উপসচিব

#শিক্ষা মন্ত্রণালয় #উপসচিব

শিক্ষা মন্ত্রণালয়ে তিনজন নতুন উপ-সচিব নিযুক্ত হয়েছেন। এরা হলেন, কাজী নুরুল ইসলাম, আবু ছালেহ মো. মুসা জভ্গী ও মিজ মনিরা হক। শিক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া নিতজনই শিক্ষা ক্যাডারের বাইরের কর্মকর্তা। এর আগেও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শিক্ষার বাইরের কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছিলো।

এবারো সেই ধারাবাহিকতায় এই তিন কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব দেয়া হলো। এ নিয়ে আলোচনা চলছে শিক্ষা ক্যাডারদের মধ্যে।

বুধবার নতুন উপ-সচিবদের নিযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-সচিব আবু ছালেহ মো. মুসা জভ্গী ও পরিকল্পনা কমিশনে উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য একই বিভাগে সংযুক্ত থাকা মিজ মনিরা হককে শিক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে তিন নতুন উপসচিব

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষা মন্ত্রণালয় #উপসচিব