বকেয়া বেতনের জন্য আন্দোলনে যাওয়ার পথে দুই শিক্ষক নিহ/ত | বিবিধ নিউজ

আন্দোলনে যাওয়ার পথে দুই শিক্ষক নিহত

মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে।

#বেতন #আন্দোলন #শিক্ষক

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় মাহেন্দ্রা ও তেলবাহী ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কয়রা সদরের মসজিদে ই আবু বকরের (রা.) ইমাম ও শিক্ষক মঈনুল ইসলাম, তার সঙ্গী শিক্ষক আব্দুর রশিদ ও মাহিন্দ্রা গাড়িটির চালক রফিকুল ইসলাম।

নিহত দুই শিক্ষক বেতন বকেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি ছিল।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল।

পথে গোলনা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল আহমেদ জানান, বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। গোলনা নামক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যায়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বেতন #আন্দোলন #শিক্ষক