তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় তিনটি হলো- ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আশা ইউনিভার্সিটি।
সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের ভিসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক ভিসি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কেএম সালজার হোসেন।
এছাড়া, মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রার ফ্যাকাল্টি অব এগ্রিকালচারের প্রাক্তন অধ্যাপক ড. এসএম রেজাউল করিমকে আশা ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই নিয়োগগুলো তিনটি শর্ত সাপেক্ষে কার্যকর হবে। ভিসিদের নিয়োগের মেয়াদ হবে চার বছর, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করার ক্ষমতা রাখেন।
তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।