জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ খ্রিষ্টাব্দের বিএসসি ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার, তৃতীয় বর্ষ ১ম সেমিস্টার, দ্বিতীয় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার রুটিন প্রকাশ। ৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্সামিনেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারে ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করা। ২০২৪ খ্রিষ্টাব্দে বি.এসসি (অনার্স) ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার, তৃতীয় বর্ষ ১ম সেমিস্টার, দ্বিতীয় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা ২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইএমএসের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানোর একগুচ্ছ নিয়মাবলি দিয়েছে কর্তৃপক্ষ- নতুন পদ্ধতিতে ব্যবহারিক পরীক্ষার মার্ক কেন্দ্র থেকে এন্ট্রি করতে হবে। কেন্দ্রের আওতাধীন কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ নিজ কলেজ কর্তৃক কেন্দ্রকে সরবরাহ করবে। এছাড়াও পরীক্ষা শুরুর নির্ধারিত দিনের আগে কলেজ হাজিরাপত্র এবং ব্লাক মার্ক শিট (ইএমএস) থেকে ডাউনলোড করে কেন্দ্রে সরবরাহ করতে হবে।
ইএমএসের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার বহি: পরীক্ষকদের নিয়োগপত্র টিচারস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রোফাইলে ইনবক্সে পাঠাতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।