ঢাবি এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #পুলিশ #চারুকলা #নববর্ষ

১৪৩২ সনের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসজুড়ে সাদা পোশাক ও ইউনিফর্মধারী বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সোয়াট, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও পুলিশের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছেন।

বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে শাহবাগ, টিএসসি, কলা ভবন, চারুকলা অনুষদ এবং এর আশপাশের এলাকাগুলো।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে।

সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর এবং বাংলা একাডেমির সামনের রাস্তা ঘুরে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত প্রবেশপথ থাকবে-তারা কেবল নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #পুলিশ #চারুকলা #নববর্ষ