ছবি: সংগৃহীত
এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফরম পূরণের সময় ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই সময়ের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা জরিমানাসহ ফরম পূরণ করতে পারবেন।
গতকাল বুধবার কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ খ্রিষ্টাব্দের অনুষ্ঠেয় এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল এবং ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রমের ১ম ও ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিলম্ব ফি ও প্রতিষ্ঠান জরিমানাসহ অনলাইনে ফরম পূরণের সময় ১২ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো।
ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে আগামী ১৪ থেকে ২০ মে পর্যন্ত জমা দিতে হবে। কোন অবস্থাতেই এই তারিখের ব্যত্যয় ঘটানো যাবে না। ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।
ফরম পূরণের ফি জমা দেয়ার ক্ষেত্রে সোনালী সেবা পেমেন্ট গেটওয়ে (মোবাইল ব্যাংকিং-ব্যাংক অ্যাকাউন্ট) অথবা পেমেন্টে স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের কাউন্টারের মাধ্যমে জমা দেয়া যাবে। ফরম পূরণের ফি পেইড না থাকলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না।
চিঠিতে আরো বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের যে সব শিক্ষার্থীর ফরম পূরণ হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা হয়নি সে সব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন শাখা থেকে নবায়ন না করলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।