শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারের টাকা পেতে ব্যাংক হিসাব খোলার সময় বাড়লো | স্কুল নিউজ

শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারের টাকা পেতে ব্যাংক হিসাব খোলার সময় বাড়লো

অ্যাকাউন্ট খোলা নিশ্চত করতে শিক্ষার্থীদের সঙ্গে জরুরিভিত্তিতে যোগাযোগের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কারের টাকা দিতে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার সময় ২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

অ্যাকাউন্ট খোলা নিশ্চত করতে শিক্ষার্থীদের সঙ্গে জরুরিভিত্তিতে যোগাযোগের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের চলতি অর্থবছরে ২০২৪-২৫ উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার দেয়ার জন্য সব শিক্ষা বোর্ড থেকে নেয়া শিক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ১৪ মে তারিখে প্রকাশ করা হয়েছে।

একইসঙ্গে এই তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ইমেইলে এবং হোয়াটসআপ গ্রুপেও দেয়া হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীদের ২৫ মের মধ্যে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে ১৭ মে দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন কারণে এ সময়ের মধ্যে অ্যাকাউন্ট খুলতে অপারগ হওয়ায় মাঠপর্যায় থেকে মৌখিক অনুরোধের জন্য শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার শেষ তারিখ ২৫ মের পরিবর্তে ২ জুন পর্যন্ত বাড়ানো হলো।

চিঠিতে আরো বলা হয়, তালিকাভুক্ত সব শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিশ্চত করতে শিক্ষার্থীদের সঙ্গে জরুরিভিত্তিতে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠি পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।