বিভিন্ন শ্রেণিতে মেধা ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে হবে ১৫ মে-র মধ্যে। একইসঙ্গে মাদরাসা থেকে বৃত্তি পেয়ে সাধারণ ধারায় পড়াশোনা করা শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে বলা হয়েছে।
বুধবার ( ৭ মে) রাজশাহী শিক্ষা বোর্ডর এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দ্বিতীয় ধাপের ২০২৪-২৫ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে মেধা ও সাধারণ বৃত্তি, উপবৃত্তি এবং মাদরাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকা গভর্মেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইফটি)-এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য বৃত্তি সংক্রান্ত সকল তথ্য এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি ও এন্ট্রিকৃত তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।