জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেগুলেশন (সংশোধনী-২০১৯) ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ১ জন অধ্যক্ষ ও ১ জন ৪র্থ শ্রেণির কর্মচারী (পরিচ্ছন্নতাকর্মী) নিয়োগ করা হবে।
অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়। হতে স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান, সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। স্নাতক ও স্নাতককোত্তর পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে।
ডিগ্রি কলেজে এমপিওভুক্ত অধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ/উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও সহকারী অধ্যাপক হিসেবে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ সর্বমোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে এবং ৪র্থ শ্রেণির কর্মচারীর (পরিচ্ছন্নতাকর্মী) শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস। অধ্যক্ষের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বৎসর হতে হবে। ৪র্থ শ্রেণির কর্মচারীর (পরিচ্ছন্নতাকর্মী) বয়স সর্বোচ্চ ৩৫ বৎসর হতে হবে।
আগ্রহী প্রার্থীগণকে জনতা ব্যাংক লিঃ, তুলসীঘাট শাখার অনুকূলে অধ্যক্ষ পদের জন্য ২,০০০ টাকা এবং ৪র্থ শ্রেণির কর্মচারীর (পরিচ্ছন্নতাকর্মী) জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফটসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অধ্যক্ষের ক্ষেত্রে কর্মরত প্রতিষ্ঠানের শেষ এমপিওর ফটোকপি বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সম্মানিত সভাপতির বরাবরে আবেদন করতে হবে।
যোগাযোগ: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, তুলসীঘাট, গাইবান্ধা।