তুরাগ স্কুল এন্ড ইউনিভার্সাল কারিগরি কলেজে কয়েকটি কোর্সে ভর্তি চলছে।
আমাদের কোর্স সমুহ :- জেএসসি ছাড়া নবম শ্রেণিতে এবং যে কোন বয়সের শিক্ষার্থী ভর্তি ২০২৫ সেশনে
** এসএসসি ভোকেশনাল /এইচএসসি বিএম / ডিপ্লোমা/বিএ (ডিগ্রী) (কারিগরি ও উন্মুক্ত বিশ্ব অধিনে) ভর্তি হতে পারবেন।
** দীর্ঘ ঘেপের শিক্ষার্থীদের ১ বছরেই এইচএসসি পরিক্ষা।
১. প্লে থেকে দশম শ্রেণী (জেনারেল স্কুল শাখা)
২. এসএসসি (ভোকেশনাল) কারিগরি শাখা:-
👉সিভিল কনস্কাকশন এন্ড সেফটি।
👉 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
👉ড্রেস মেকিং/আ্যাপারেল ম্যানুফেক্সার।
👉জেনারেল ইলেকট্রনিক ওয়াকর্স।
৩. এইচএসসি(বিএমটি) কারিগরি শাখা:-
👉ডিজিটাল টেকনোলজি।
👉ব্যাংকিং।
👉হিউম্যান রিসোর্স।
👉হিসাবরক্ষক।
৪. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে (এসএসসি এবং এইচএসসি) কোর্স করা হয়।
৫. ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং ৪ বছর মেয়াদি :-
👉সিভিল। 👉কম্পিউটার।
👉ইলেকট্রনিক। 👉ইলেকট্রিকেল
👉অটোমোবাইল। 👉মেকানিকাল।
👉আর্কিটেকচার। 👉টেক্সটাইল।
৬. শর্ট কোর্স: ৩ মাস/৬ মাস/১বছর:-
👉কম্পিউটার। 👉ইলেকট্রনিক।
👉প্লাম্বাভিং। 👉টেইলারিং।
👉𝐋𝐌𝐀𝐅 (পল্লী ডক্টর )
৭.দীর্ঘ গ্যাপের শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা ১বছরেই।
৮. ডিগ্রি পাস কোর্স / মাস্টার্স (কোর্স)।
সুবিধা সমূহ:-
যে কোন বয়সের শিক্ষার্থী 𝐒𝐒𝐂, 𝐇𝐒𝐂, 𝐃𝐢𝐩𝐥𝐨𝐦𝐚, Degree, Masters ভর্তি হতে পারবে।
মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ও বেতন ফ্রি।
শিক্ষার্থীদের সরকারি উপবৃত্তির ব্যবস্থা ।
চাকুরীজীবী /গৃহিণী ও দুর্বল ছাত্র/ছাত্রীদের জন্য স্পেশাল এবং শুক্রবারেও ক্লাসের ব্যবস্থা রয়েছে।
শিক্ষার্থীদের হ্যান্ড নোট ও সাজেশন রয়েছে।
বিশেষ ভাবে অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে।
এ+ সহ (১০০%) পাশ করানো হয়।
জেএসসি পাশ ছাড়াও নবম শ্রেণিতে ভর্তির সুযোগ।
ভর্তির এবং তথ্যের জন্য যোগাযোগ করুন-: মোবাইল: 𝟎𝟏𝟔𝟕𝟕𝟕𝟖𝟒𝟖𝟏𝟎, 𝟎𝟏𝟗𝟖𝟏𝟒𝟗𝟖𝟑𝟐𝟖 (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 + 𝐢𝐦𝐨), মেইল: [email protected]
ক্যাম্পাস-১:ক197-c,আমতলা,খিলক্ষেত,ঢাকা
ক্যাম্পাস-২: আশুলিয়া বাজার সংলগ্ন,ঢাকা।
বিস্তারিত নিচে দেখুন-