বরিশাল জিলা স্কুলের বিশ বছরের অবৈধ দখল উচ্ছেদ | স্কুল নিউজ

বরিশাল জিলা স্কুলের বিশ বছরের অবৈধ দখল উচ্ছেদ

স্কুলের সীমানায় অন্তর্ভুক্ত পরেশ সাগর মাঠ ২০ বছর ধরে অবৈধ দখলদারদের কবলে ছিলো। দীর্ঘদিন পর নিজেদের মাঠ দখলমুক্ত হওয়ায় জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

#বরিশাল জিলা স্কুল

বরিশাল জিলা স্কুলের জমিতে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল হাসান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর হস্তক্ষেপে এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হয়।

স্কুলের সীমানায় অন্তর্ভুক্ত পরেশ সাগর মাঠ ২০ বছর ধরে অবৈধ দখলদারদের কবলে ছিলো। দীর্ঘদিন পর নিজেদের মাঠ দখলমুক্ত হওয়ায় জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এরই মধ্যে বরিশাল জিলা স্কুলের ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ উন্নয়নের জন্য ভরাটের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাঠের সৌন্দর্য বর্ধন ওয়াকওয়েসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

পরবর্তীতে দুপুরের দিকে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসক মো. রায়হান কাওছার ও জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় সিটি কর্পোরেশন এর প্রশাসক জানান, বরিশাল সিটি কর্পোরেশন এর অবৈধ দখল ও নিয়মবহির্ভূত স্থাপনা গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বরিশাল জিলা স্কুল এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন, বরিশাল বিভাগ তথা দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ এবং বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুল ১৮২৯ খ্রিষ্টাব্দে 'বরিশাল ইংলিশ স্কুল' নামে প্রতিষ্ঠিত হয়। ১৮৫৩ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার এর ব্যয়ভার ও পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে এর নাম হয় 'বরিশাল জিলা স্কুল'। এটি বাংলাদেশের সর্বপ্রাচীন ও আয়তনের দিক থেকে বৃহৎ মাধ্যমিক স্কুল।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বরিশাল জিলা স্কুল