দুই দিনব্যাপী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গ্র্যান্ড ইফতার ও মেজবান | বিশ্ববিদ্যালয় নিউজ

দুই দিনব্যাপী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গ্র্যান্ড ইফতার ও মেজবান

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তিনটি অনুষদের সব ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে পরিণত করেছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী ইফতার মাহফিল ও মেজবানের আয়োজন করেছে। বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার যমুনা ফিউচার পার্কের মুঘল ও মহল হলে এ আয়োজন করা হয়।

এতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এইচ এম ফারুক আহমেদ, রেজিস্ট্রার সাকির হোসাইনসহ বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তিনটি অনুষদের সব ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে পরিণত করেছে।