১৮তম নিবন্ধনের ফল প্রত্যাশীদের দুই দাবি | শিক্ষক নিবন্ধন নিউজ

১৮তম নিবন্ধনের ফল প্রত্যাশীদের দুই দাবি

দাবি দুটি হলো- আবেদনের তারিখ থেকে বয়স বিবেচনা করতে হবে এবং বয়সজনিত কারণে মৌখিক পরীক্ষায় ফেল করানো যাবে না।

#শিক্ষক নিবন্ধন #এনটিআরসিএ

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

দুই দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন ১৮তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। দাবি দুটি হলো- আবেদনের তারিখ থেকে বয়স বিবেচনা করতে হবে এবং বয়সজনিত কারণে মৌখিক পরীক্ষায় ফেল করানো যাবে না।

বুধবার (৩০ এপ্রিল) এনটিআরসিএর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন ১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থীদের পক্ষের ৩৪ জন।

স্মারকলিপিতে বলা হয়, ইতোমধ্যে এনটিআরসিএ ১৭টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে। তবে কখনো বয়সজনিত কারণে কাউকে ভাইভা পরীক্ষায় ফেল করানো হয়নি। আমাদের প্রত্যাশা এবারও যেন নিয়মের কোন ব্যত্যয় না ঘটে। কেননা চূড়ান্ত পর্যায়ে বিগত পরীক্ষাগুলোতে অকৃতকার্যতার হার সর্বোচ্চ ২ শতাংশ বা ৩ শতাংশ ছিলো। একই সঙ্গে ১৮তম নিবন্ধনে আবেদনের দিন থেকে বয়স গণনা করার আহবান জানাচ্ছি।

আবেদনের দিন থেকে বয়স গণনার কারণ হিসেবে তারা জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ প্রায় চার বছর পর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এর সব কার্যক্রম শেষ করতে ৫ বছর ৬ মাস সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা যখন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলাম, তখন সবার বয়স অনূর্ধ্ব ৩৫ বছর ছিলো। দেশের সরকারি ও বেসরকারি চাকরিতে একটিমাত্র বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং ওই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখকেই আবেদনের চূড়ান্ত বয়সসীমা হিসেবে বিবেচনা করা হয়। এনটিআরসিএতেও যেনো সেটাই করা হয়। সেই হিসেবে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তির আবেদনের তারিখ হিসাবে ধরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানাচ্ছি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষক নিবন্ধন #এনটিআরসিএ