দুই কেজির ইলিশ ৭৭০০ টাকায় বিক্রি | বিবিধ নিউজ

দুই কেজির ইলিশ ৭৭০০ টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে ধরা পড়া দুই কেজি ২২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

#জাটকা ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে ধরা পড়া দুই কেজি ২২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

গত রোববার বেলা দুইটার দিক কুয়াকাটা–সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে।

জামাল মাতুব্বর বলেন, মাছ ধরার জন্য গত শনিবার তিনি সাগরের হাইর পয়েন্টে যান। এরপর জাল ফেলে তারা অপেক্ষা করতে থাকেন। পরে জাল টেনে তুললে অন্যান্য মাছের সঙ্গে মাছটি উঠে আসে। পরে শেষ বিকেলে পাশের আশাখালী বাজারের বন্ধন ফিশ আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান জামাল মাতুব্বর। সেখানে নিলাম ডাকের মাধ্যমে ৭ হাজার ৭০০ টাকায় ইলিশটি কেনেন স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন।

বন্ধন ফিশ আড়তের ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সরকার নদী-সাগরে একটা নির্দিষ্ট সময় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে। জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলছেন। এ কারণে এখন এ রকম বড় মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এ ধরনের বড় আকারের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন আকারের মাছ বেশি বেশি ধরা পড়বে।

#জাটকা ইলিশ