বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অব্যাহতি | বিবিধ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি, স্বেচ্ছাচারিতা এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে তাদের সাংগঠনিক বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হলো।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #ছাত্র

নৈতিকতা স্খলনের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিফাতুল হক শাওন এবং শাহ আলী থানার সদস্য সচিব মোহাম্মদ পারভেজকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সংগঠনের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ওমর শরীফ সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ফয়সাল জামান ফাহিমকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি, স্বেচ্ছাচারিতা এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে তাদের সাংগঠনিক বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হলো।

আপনাদেরকে কেনো স্থায়ী বহিষ্কার করা হবে না, সে মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো। সদস্য সচিবের অবর্তমানে (সিনিয়র যুগ্ম সদস্য সচিব) হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেয়া হলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #ছাত্র