বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার | ছাত্র-শিক্ষক রাজনীতি নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার

বহিষ্কারের কারণ জানতে চাইলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ফয়সাল প্রিন্স বলেন, ‘এগুলো ইন্টারনাল বিষয়, সংগঠনের সুনাম রক্ষার্থে কারণগুলো বলতে পারছি না।’

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

‘ইন্টারনাল কারণে’ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা কমিটির দুই নেতাকে। বহিষ্কৃতরা হলেন- জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস।

শনিবার (৩ মে) রাত সাড়ে ১১টার দিকে জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব ফয়সাল প্রিন্স নিজেদের ফেসবুক আইডিতে এই দুই নেতাকে বহিষ্কারের নোটিশ প্রকাশ করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে- সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ফয়সাল প্রিন্স বলেন, ‘তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতিবহির্ভূত তথ্য-প্রমাণ পেয়েছি।

তবে কী অপরাধের জন্য বহিষ্কার করা হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো ইন্টারনাল বিষয়, সংগঠনের সুনাম রক্ষার্থে কারণগুলো বলতে পারছি না।’

এ ব্যাপারে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভবিষ্যতেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরে ৩২১ সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিলো।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন