এসএসসি পরীক্ষায় প্রশ্ন আদান-প্রদানের দায়ে দুজনকে সাজা | এসএসসি/দাখিল নিউজ

এসএসসি পরীক্ষায় প্রশ্ন আদান-প্রদানের দায়ে দুজনকে সাজা

আটককৃতদের মোবাইল ডিভাইস যাচাইয়ের পর সত্যতা পাওয়ায় তাদের ১৫ দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

#এসএসসি #পরীক্ষা

নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসে (মোবাইল) প্রশ্নপত্র আদান-প্রদানের অভিযোগে দুজনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কবির উদ্দিনের ছেলে দিনার আহমেদ (২০) ও শিমুলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রিফাত হোসেন (১৯)।

জানা গেছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে ডিজিটাল ডিভাইস মোবাইলের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আদান-প্রদান করছিলেন। এ সময় তারা ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হন। আটককৃতদের মোবাইল ডিভাইস যাচাইয়ের পর সত্যতা পাওয়ায় তাদের ১৫ দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, পরীক্ষার কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। যা হয়েছে কেন্দ্রের বাইরে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুর রহিম বলেন, পরীক্ষা চলাকালীন তারা ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান-প্রদান করে। এ সময় তাদের আটক করা হয় এবং এর সত্যতা পাওয়ায় দুজনকে সাজা দেওয়া হয়েছে।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

#এসএসসি #পরীক্ষা