এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ । ছবি : সংগৃহীত
পিরোজপুরের কাউখালীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকল করার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন কাঠালিয়া পিজিএস বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের চন্দন দত্ত এবং এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের বিপ্লব বেপারী।
মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলার এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ট্রেড ইলেকট্রনিক্স পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এদিন ট্রেড ইলেকট্রনিক্স পরীক্ষা চালাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা নিয়মিত তদারকির অংশ হিসেবে এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
এ সময় কাঠালিয়া পিজিএস বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের চন্দন দত্ত এবং এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের বিপ্লব বেপারী নামের দুই ছাত্রের কক্ষে তিনি আকস্মিক প্রবেশ করে তাদের কাছ থেকে নকল জব্দ করেন। পরে তিনি তাদেরকে নকলের দায়ে বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, এদিন এসএসসির (ভোকেশনাল) ট্রেড ইলেকট্রনিক্স পরীক্ষায় নকলের দায়ে এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।