ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ঝিরিপথে (ট্রেইলে) বেড়াতে গিয়ে পানির স্রোতে তলিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ফায়ার সর্ভিসের কর্মীরা তাঁদের লাশ উদ্ধার করেন। নিহত দুজন হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আমিনুল ইসলাম (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২)।
নিহত দুজন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এ দুর্ঘটনায় মো. সায়েম, রায়হান ও মিরাজ নামের তিনজন আহত হয়েছেন। তাঁদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শিক্ষার্থীদের লাশ উদ্ধারে কাজ করছেন বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ দুর্ঘটনায় আহত মোহাম্মদ সায়েম বলেন, ‘গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনা পাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা। বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আমিনুল ইসলাম ও ইব্রাহিম হৃদয় হারিয়ে যান। আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করেন।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘মেলখুম ট্রেইলে দুর্ঘটনার শিকার আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাঁদের চিকিৎসা দিচ্ছি। তাঁরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত।’
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিম বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করেছেন তাঁরা। লাশ দুটি মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।