বখাটেদের উত্ত্যক্ত দুই ছাত্রীর মাদরাসায় যাওয়া বন্ধ | মাদরাসা নিউজ

বখাটেদের উত্ত্যক্ত দুই ছাত্রীর মাদরাসায় যাওয়া বন্ধ

মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুই ছাত্রীর পথ আগলে দাঁড়ায় বখাটেরা। এ সময় তারা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করতে থাকে।

#ছাত্রী #মাদরাসা #শিক্ষক

সুনামগঞ্জের তাহিরপুরে মাদরাসায় যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ বখাটে যুবকের বিরুদ্ধে। বিষয়টি জেনে প্রতিবাদ করতে গেলে বখাটেদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ভুক্তভোগীর চাচা।

উপজেলার বালিজুরী এইচ এ উলুম আলিম মাদরাসার রাস্তায় এ ঘটনা ঘটে।

সম্প্রতি এ ঘটনায় তাহিরপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন আহত ও ভুক্তভোগীর চাচা।

অভিযুক্তরা হলেন- উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী নয়া হাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে হিমেল (২২), আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২) ও হাবিব মিয়ার ছেলে রকি (২৩)।

ঘটনার বিষয়ে স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুই ছাত্রীর পথ আগলে দাঁড়ায় বখাটেরা।

এ সময় তারা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করতে থাকে। খবর পেয়ে ছাত্রীর চাচা ঘটনাস্থলে এগিয়ে আসলে বখাটেরা তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন।

শিক্ষার্থীদের পরিবারের লোকজন জানায়, ঘটনার পর থেকে ছাত্রী দুজন বখাটেদের ভয়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে।

এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বালিজুরী এইচ এ উলুম আলিম মাদরাসার প্রিন্সিপাল হারিছ উদ্দিন বলেন, ঘটনার দিন ছাত্রীরা এসে বখাটেদের নামে অভিযোগ করলে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাই। পরে সঙ্গে সঙ্গে ইউএনও ও থানার ওসিকে অবহিত করি। বর্তমানে ভুক্তভোগী দুজন মাদরাসায় আসছে না।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটির প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

#ছাত্রী #মাদরাসা #শিক্ষক