কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ইউজিসি প্রতিনিধিদের বৈঠক | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ইউজিসি প্রতিনিধিদের বৈঠক

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কুয়েট ক্যাম্পাসে গিয়ে প্রথমেই অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউজিসির প্রতিনিধিরা।

#কুয়েট #উপাচার্য #ইউজিসি

‎‎শিক্ষার্থীদের অনশনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ‎‎খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধিদল। এসময় তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কুয়েট ক্যাম্পাসে গিয়ে প্রথমেই অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউজিসির প্রতিনিধিরা। তাদের আহ্বানে একজন শিক্ষার্থী অনশন ভাঙলেও বাকিরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয় ইউজিসি প্রতিনিধি দলের। এসময় শিক্ষার্থীরা তাদের অভিযোগ ও দাবি তুলে ধরে যথাযথ বিচারের আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন।

তবে ইউজিসির প্রতিনিধি দলটি তাদের জানিয়েছেন, একটা বিশ্ববিদ্যালয় কিছু প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। তদন্তের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে তারা সঠিক তথ্য উপস্থাপন করবেন।

‎ইউজিসির পক্ষ থেকে কুয়েটে যাওয়া প্রতিনিধিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তনজিমউদ্দীন খান, বুয়েটের অধ্যাপক সাইদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শিবলী।

‎এরআগে, সকালে কুয়েট ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

‎উল্লেখ্য, কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ত্রিমুখী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ২৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়াও মামলা ও বহিষ্কারের ঘটনাও ঘটে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে ১৩ এপ্রিল ক্যাম্পাসে ফিরে তালা ভেঙে হলে ওঠেন শিক্ষার্থীরা। তারপর থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন।

#কুয়েট #উপাচার্য #ইউজিসি