আইএসইউকে ৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব | বিশ্ববিদ্যালয় নিউজ

আইএসইউকে ৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব

সম্প্রতি ইউল্যাব ১৫তম ফেয়ার প্লে কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে।

#বিশ্ববিদ্যালয় #ইউল্যাব

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১৫তম ফেয়ার প্লে কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিকে (আইএসইউ) ৮১ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।

সম্প্রতি ইউল্যাব ১৫তম ফেয়ার প্লে কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে। টুর্নামেন্টটি রাজধানীর ধানমন্ডিতে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে দুই প্রতিষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন। ইউল্যাবের পক্ষে ছিলেন অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার প্রফেসর মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ডেপুটি ডিরেক্টর ও হেড অব কমিউনিকেশনস আসিফুর রহমান খান এবং সিনিয়র ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মো. তৌফিক আজিজ। আইএসইউর পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর মো. আবুল কাশেম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী এবং রেজিস্ট্রার মোহাম্মদ ফয়জুল্লাহ কাউশিক।

অতিথিরা সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন, রানার-আপ এবং অন্যান্য পারফরমারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টটি ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং এটি আবারও প্রমাণ করে ইউল্যাব ক্রীড়ার মাধ্যমে তারুণ্য, নেতৃত্ব এবং নৈতিক প্রতিযোগিতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বিশ্ববিদ্যালয় #ইউল্যাব