জাতীয়করণসহ অন্যান্য দাবি পূরণে আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের | এমপিও নিউজ

জাতীয়করণসহ অন্যান্য দাবি পূরণে আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

শিক্ষকরা বলেন, ২৫ শতাংশ উৎসব ভাতার সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে। সর্বোপরি ২০২৩ খ্রিষ্টাব্দেও আমরা কাফনের কাপর গায়ে জড়িয়েছিলাম। যদি ১৭ মের আগে আমাদের দাবি মেনে না নেয়া হয় তাহলে আবারো আমরা সেই পথে হাঁটতে বাধ্য হবো। ১৭ মে ফের রাজপথে অবস্থান করবো আমরা।

#এমপিও #জাতীয়করণ #উৎসব ভাতা #শিক্ষক

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

জাতীয়করণসহ অন্যান্য ১১ দাবি পূরণে ১৭ মে পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাই আগামী ঈদুল আজহার আগে শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে।

একইসঙ্গে অন্যান্য দাবি মেনে নিতে হবে। অন্যথায় ফের রাজপথে অবস্থান করবে তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মহাসমাবেশ থেকে এ আলটিমেটাম দেন তারা।

জাতীয়করণসহ অন্যান্য দাবি পূরণে আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদেরজাতীয়করণসহ অন্যান্য দাবি পূরণে আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

শিক্ষকরা বলেন, ২৫ শতাংশ উৎসব ভাতার সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে। সর্বোপরি ২০২৩ খ্রিষ্টাব্দেও আমরা কাফনের কাপর গায়ে জড়িয়েছিলাম। যদি ১৭ মের আগে আমাদের দাবি মেনে না নেয়া হয় তাহলে আবারো আমরা সেই পথে হাঁটতে বাধ্য হবো। ১৭ মে ফের রাজপথে অবস্থান করবো আমরা।জাতীয়করণসহ অন্যান্য দাবি পূরণে আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদেরজাতীয়করণসহ অন্যান্য দাবি পূরণে আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

এর আগে দীর্ঘদিন থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা, জাতীয়করণসহ ১১ দাবি জানিয়ে আসছিলেন। এরই অংশ হিসেবে গত ১২ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ।জাতীয়করণের দাবিতে হাজার হাজার শিক্ষক প্রেসক্লাবের সামনে

তাদের দাবি, শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়াও আরো ১১ দাবি জানান তারা।

সে সময় শিক্ষক নেতারা বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র ১২ হাজার ৫০০ টাকা প্রারম্ভিক বেতনে শত-শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ইএফটির মাধ্যমে সয়ংক্রিয়ভাবে বেতন দেয়া হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফলতির কারণে অনেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ৩ থেকে ৪ মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

১১ দফা দাবি হলো— মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরাসহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা। আসন্ন ঈদুল আজহার আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিসাভাতা প্রদান করা। ইএফটি সমস্যার দ্রুত সমাধান করা। সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের 'প্রধান শিক্ষক'-এর বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডসহ টাইম স্কেল প্রদান করা। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করা। সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালু করা এবং চালু না হওয়া পর্যন্ত অবসর নেয়ার ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করা। শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ন্যায় ৬৫ বছরে উন্নীতকরা। পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন জ্বরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করা। ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা। স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এমপিও #জাতীয়করণ #উৎসব ভাতা #শিক্ষক