ছবি : সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী ড. রফিকুল আবরারের সঙ্গে উর্দুভাষীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ক্যাম্পবাসীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পূনর্বানসহ আগের ক্যাম্পগুলো উচ্ছেদ না করার দাবি জানায়। একইসঙ্গে বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে নির্বাহী আদেশের জন্য আবেদন জানান তারা। এসময় শিক্ষা উপদেষ্টা তাদের সব নায্য এবং যুক্তিযুক্ত দাবি পূরণে সহযোগিতার আশ্বাস দেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাক্ষাতকালে প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টাকে উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন জানান। তারা বলেছেন, অত্যন্ত সুচারুভাবে নির্ভীক এবং সাহসের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের একটি সম্মানজনক স্থান করে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উর্দুভাষী জনগোষ্ঠীর ৫৪ বছর ধরে ক্যাম্পগুলোতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক কমিটি ফর রেড ক্রসের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তির মাধ্যমে এ জনগোষ্ঠীর ক্যাম্পে বসবাস এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়। যা পরবর্তী প্রতিটি সরকার কর্তৃক অব্যাহত রয়েছে। কিন্তু কোনো-কোনো সরকারের আমলে ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছিলো। নির্বাহী আদেশে এবং পরবর্তী আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগগুলো কার্যকর করতে পারেনি।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বর্তমান প্রশাসন ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে। যার কারণে ক্যাম্পবাসী আতঙ্কিত। সাম্প্রতিক ঢাকার মিরপুরে একটি ক্যাম্প উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করলে ক্যাম্পবাসী আদালতে রিট আবেদন করে। আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। একইভাবে সারাদেশে ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য আদালতের একটি রায়ের দোহাই দিয়ে বিদ্যুৎ কোম্পানিগুলো বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি এবং নানাভাবে হয়রানি করছে।
এমন পরিস্থিতিতে ক্যাম্পবাসীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পূনর্বাসনসহ আগের ক্যাম্পগুলো উচ্ছেদ না করে বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশের জন্য আবেদন জানায় তারা।
শিক্ষা উপদেষ্টা প্রতিনিধিদলের কথাগুলো শোনেন এবং অতীতের মতো জনগোষ্ঠীর সব নায্য এবং যুক্তিযুক্ত দাবি পূরণে সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।