ছবি : দৈনিক শিক্ষাডটকম
সরকারি কর্মচারীদের দাবি মেনে নেয়ার তাগিদ দিয়েছেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। অবিলম্বে এই দাবি পূরণ করা না হলে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হচ্ছে বলে অভিমত সংগঠনের নেতাদের।
শনিবার (১০ মে) সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলনে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
সম্মেলন উপলক্ষে এক শোভাযাত্রা শেষে রাজধানীর বিএমএ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে যেসব নতুন নেতৃত্ব আসবেন তাদের প্রতি শুভকামনা জানান বক্তারা।
সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণকর্মচারী সংগঠনের প্রতিনিধিরা এবং বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন, ডাব্লুএফটিইউ-টিইউআই পাবলিক সার্ভিসের প্রতিনিধিসহ ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের প্রায় সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব মো. রোকনুজ্জামান এবং সহসভাপতি ফাহমিদা আক্তার ইলা।
ছবি : দৈনিক শিক্ষাডটকম
আলোচনা সভায় মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বলেন, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৫ কর্মচারীদের প্রাণের দাবি। অবিলম্বে এই দাবি পূরণ করা না হলে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হচ্ছে।
কর্মচারীদের দাবিগুলো হলো: দ্রব্যমূল্যের ঊধ্র্বগতির কারণে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেয়, ১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন।
টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া এবং পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণসহ ৫ দাবি।
সমাবেশে বক্তব্য দেন, সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার, একেএম ইহসানুল হক, শ্রম সংস্কার কমিশন প্রধান এবং নির্বাহী পরিচালক (বিলস) সৈয়দ সুলতান উদ্দীন আহমদ।
টিইউআই পাবলিক সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট ভোলানাথ পোখরেল, নেপালের প্রেসিডেন্ট কম. পুণ্যপ্রসাদ ঢাকল, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যুগ্ম সমন্বয়ক চৌধুরী আশিকুল আলম, ডাব্লুএফটিইউর কোর্ডিনেটর (বাংলাদেশ) রাজেকুজ্জামান রতন, সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, মোহাম্মদ আজিম।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সভাপতি মো. নুরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন সিকদার, মোহাম্মদ আজিম কুতুব উদ্দীন সেলিম, সভাপতি এম এ আউয়ালসহ গণকর্মচারী সংগঠনের নেতারা।