শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম ব্যবহারের তাগিদ | কারিগরি নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম ব্যবহারের তাগিদ

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন পাওয়া গেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান ফটকের সাইনবোর্ড ও ওয়েবসাইটসহ সব ক্ষেত্রে নাম পরিবর্তনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

#শিক্ষাপ্রতিষ্ঠান #কারিগরি

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দেয়া হয়েছে ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম ব্যবহারের তাগিদ দেয়া হয়েছে।

রোববার (২৫ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৮ মে নাম পরিবর্তন হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম সব জায়গায় ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ সংক্রান্ত আদেশে বলা হয়েছিলো, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন পাওয়া গেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান ফটকের সাইনবোর্ড ও ওয়েবসাইটসহ সব ক্ষেত্রে নাম পরিবর্তনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য ইতোপূর্বে প্রজ্ঞাপন জারি করেছে, সেসব প্রতিষ্ঠানের প্রধান ফটকের সাইনবোর্ড ও ওয়েবসাইটসহ অফিসিয়াল প্রত্যেকটি ক্ষেত্র থেকে পুরাতন নাম সরিয়ে ফেলতে হবে এবং বাধ্যতামূলকভাবে প্রজ্ঞাপন হওয়া নতুন নামটিই ব্যবহার করতে হবে।

গত ১৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, আওয়ামী লীগ নেতা ও তাদের স্বজনের নাম বাদ দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, রাজবাড়ীর বালিকান্দির শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম বালিয়াকান্দি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুরের ভেদরগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম ভেদরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বরগুনার আমতলির শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ,

বরিশালের হিজলার দেশরত্ন শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম হিজলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাবনার সাঁথিয়ার শহীদ শেখ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাম সাঁথিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মাদারীপুর শিবচরের বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম শিবচরসরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ফরিদপুর বোয়ালমারীর আয়েশা শরীয়ত উল্যা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম বোয়ালমারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রাজবাড়ী গোয়ালন্দর ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নাম গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, শরীয়তপুর ডামুড্যার আলহাজ্ব আবদুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম ডামুড্যা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, জামালপুর মাদারগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মৌলভীবাজার জুড়ীর তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হবিগঞ্জ মাধবপুরের বীর মুক্তিযোদ্ধা মৌলানা আছাদ আলী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,
যশোর কেশবপুরের আবু শারাফ সাদেক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম কেশবপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নওগাঁ পত্নীতলার এম বয়তুল্লাহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম পত্নীতলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ ও ৩টি কলেজসহ মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তার আগে ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩ বিশ্ববিদ্যালয়, ৬টি মেডিকেল কলেজ ও ১৪ হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষাপ্রতিষ্ঠান #কারিগরি