পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামে এমন কিছু সম্প্রদায় রয়েছে, যাদের জনসংখ্যা অনেক কম। তাদের ভাষা আছে। যেমন লুসাই, তাদের মোট সদস্য আড়াই হাজার। এরকম বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণ করে টিকিয়ে রাখা জরুরি।’
বুধবার (৩০ এপ্রিল) এনসিটিবি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
উপদেষ্টা আরো বলেন, ‘পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় মানুষের সংখ্যা কম। পার্বত্য অঞ্চলের লুসাই, চাক, বোম সম্প্রদায়ও দেশের মূলধারার সঙ্গে এক হতে চায়। তারা আর পিছিয়ে থাকতে চায় না। পার্বত্য চট্টগ্রাম আমি কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে চাই। আপাতত প্রি-প্রাইমারি থেকে থ্রি পর্যন্ত শুরু করব। পরে দুর্গম এলাকার ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণের ব্যবস্থা করবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের ইংরেজি, গণিত ও বিজ্ঞানের ভীতি দূর করতে হবে। আমরা কাপ্তাই লেক ও নদী-নালা-ঝিরির পানি সমস্যার সঠিক সমাধান করতে চাই। আমরা সম্প্রীতি চেতনায় সবাই একসঙ্গে কাজ করতে চাই।’
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।