ডাকসুকে কেন্দ্র করে ছাত্রসংগঠনসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি | বিশ্ববিদ্যালয় নিউজ

ডাকসুকে কেন্দ্র করে ছাত্রসংগঠনসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোসহ শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ডাকসু #ছাত্র সংসদ নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোসহ শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন।

৫ আগস্টের পর থেকে ক্যাম্পাসে ছাত্রলীগ না থাকায় বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিতে দেখা গেছে অনেককে। তবে ডাকসু নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে প্রতিদিনই তিন-চারটি স্মারকলিপি জমা হচ্ছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার, শারীরিক শিক্ষা কেন্দ্রের সুবিধা বৃদ্ধিসহ সাত দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশার কাছে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। আবার শারীরিক শিক্ষা কেন্দ্রে নতুন যন্ত্রপাতি, বহিরাগত প্রবেশ রোধ ও মাঠগুলো সংস্কারের কাজ দ্রুত শুরু করতে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালকের কাছে স্মারকলিপি দেন আরেক দল শিক্ষার্থী। ছাত্রী হলে জরুরি প্রয়োজনে অভিভাবক রাখার অনুমতিসহ তিন দাবিতে উপাচার্য ও প্রক্টরের কাছে স্মারকলিপি দেয় নারী শিক্ষার্থীদের নতুন সংগঠন অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (অ্যাক্ট)। এ ছাড়া আবাসিক হলগুলোয় মা-বোনসহ নিকটাত্মীয়দের ন্যূনতম মানবিক সহায়তা নিশ্চিত করতে স্মারকলিপি দেয় আরেক দল।

একই দিন দুপুরে নবাগত শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় ঢাবি শাখা ছাত্রশিবির। একই দাবিতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পৃথক দুটি স্মারকলিপি দেওয়া হয়। আবাসন সংকট নিরসনের জন্য গতকাল সোমবারও বিভিন্ন হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন দল।

ডাকসু নির্বাচনের আগে এত স্মারকলিপি জমা দেওয়া নিয়ে ক্যাম্পাসে নানা আলোচনা চলছে।অনেকে এটিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছে।

হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী সোহরাব হোসেন বলেন, আগে বিভিন্ন ইস্যুতে এভাবে স্মারকলিপি জমা দিতে কখনো দেখিনি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেই মূলত বিভিন্ন সংগঠন বা গ্রুপ এই কাজ করছে, যাতে ভোটের রাজনীতিতে তারা এগিয়ে থাকে। তবে দাবিগুলো অত্যন্ত যৌক্তিক।

বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আবির ফেরদৌস অয়ন বলেন, প্রায়ই রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন ছাত্রসংগঠন বিভিন্ন দাবিদাওয়া দিয়ে থাকে। ডাকসু নির্বাচন সামনে রেখে স্মারকলিপি দেওয়ার হিড়িক পড়া আমার মনে হয় সেটারই একটা প্রতিফলন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নির্বাচনের সময় ভোটারদের দাবিদাওয়াকে সামনে নিয়ে আসে প্রার্থীরা বা দলগুলো। এটি একটি স্বাভাবিক বিষয় এবং ডাকসুকে ঘিরে এটিই হচ্ছে এখন। এটি স্বাভাবিক হলেও সারা বছর শিক্ষার্থীদের দাবিদাওয়া উত্থাপন না করে নির্বাচনের সময় উত্থাপন করা মৌলিকত্বের একটা সংকট। এগুলো মৌলিক না হয়ে আর্টিফিশিয়াল রূপক অর্থে হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ভোটারদের বিবেচনা করতে হবে যারা দীর্ঘদিন যাবৎ তাদের স্বার্থ বা দাবিদাওয়া নিয়ে সোচ্চার ছিল না, নির্বাচনের আগে সোচ্চার হয়েছে, তাদের ভোট দেওয়া ঠিক হবে না। বরং তাদেরই ভোট দেওয়া উচিত যারা সব সময় শিক্ষার্থীদের প্রয়োজনে সোচ্চার ছিল, দাবিদাওয়া নিয়ে মাঠে ছিল এবং ধারাবাহিকতা যাদের আছে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ডাকসু #ছাত্র সংসদ নির্বাচন