ছবি : দৈনিক শিক্ষাডটকম
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। এ উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন করা হয়।
বুধবার (২ জুলাই) কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সকালে ক্যাম্পাসে এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ছাত্ররা পরিবেশ দিবসের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করে। র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
ছবি : দৈনিক শিক্ষাডটকম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণির ছাত্রদের মধ্যে চিত্রাংকন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের মান্যবর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর।
অধ্যক্ষ তার বক্তব্যে ব্যক্তিজীবনে প্লাস্টিকের ব্যবহার না করা, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন গড়তে অধিক হারে বৃক্ষরোপণ, পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো ও পৃথিবীকে রক্ষা করার জন্য পরিবেশগত ইতিবাচক ব্যবস্থা নেয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করার জন্য পরিবেশ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি তার বক্তব্যে পরিবেশ রক্ষার জন্য উপস্থিত সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।