ছবি : সংগৃহীত
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে।
শনিবার (১০ মে) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে একে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, প্রধান শিক্ষক মো. মহিতুল ইসলাম, ইব্রাহিম ফকির, ফেরদৌসি পারভীন, ইমরান হোসেন, সহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।