বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে এক শিক্ষিকা আহত হওয়ার ঘটনায় জেলাব্যাপী প্রধান শিক্ষকদের সতর্কতা বার্তা দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে বলে বার্তায় উল্লেখ করা হয়। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই বার্তা দেয়া হয়।
শনিবার দৈনিক শিক্ষাডটকমকে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আহত শিক্ষিকা বর্তমানে সুস্থ আছেন। তবে ভবিষ্যতে যেনো এমন দুর্ঘটনা আর না ঘটে, সে জন্যই আগাম সতর্কতা হিসেবে এই নোটিশ দেয়া হয়েছে।
জানা গেছে, গত ৭ জুলাই রংপুর সদর উপজেলার দেওডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোছা. রিক্তা রওশন শ্রেণিকক্ষে পাঠদানকালে চলন্ত সিলিং ফ্যান হঠাৎ করেই তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে রংপুর সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে থেকে একটি সতর্কীকরণ নোটিশ জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়। এতে বলা হয়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ যেকোনো অংশে থাকা বৈদ্যুতিক ফ্যান ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম নিয়মিত দক্ষ কারিগরের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কোনো ধরনের ঝুঁকি থাকলে তা দ্রুত অপসারণ বা মেরামতের ব্যবস্থা নিতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।